একুশের নির্বাচন শিয়রে ,মুখ্যমন্ত্রীর হোম টুরিজমের পরিকল্পনা অযোধ্যা পাহাড়ে
বেস্ট কলকাতা নিউজ : পাখির চোখ বিধানসভা নির্বাচন। এদিকে তৎপরতাও তুঙ্গে আদিবাসী সমাজের মন পেতে। আজ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন পুরুলিয়া থেকে। একইসঙ্গে অযোধ্যা পাহাড়ের পর্যটন শিল্পের উন্নয়নেও জোর দিলেন। মুখ্যমন্ত্রী আরও জানালেন অযোধ্যায় হোম টুরিজম চালু করা হবে বলেও।
পাখির চোখ বিধানসভা ভোট। মূলত গেরুয়া শিবির জঙ্গলমহলে ভালো ফল করেছে গত লোকসভা নির্বাচনে। গেরুয়া শিবির অনেকটাই থাবা বসিয়েছে আদিবাসী ভোটব্যাঙ্কে। এখন গেরুয়া পতাকা হামেশাই উড়তে দেখা যাচ্ছে বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়ার জঙ্গলমহলের একাধিক এলাকায়। রাজ্যের শাসক দলের কাছে এখন অন্যতম উদ্বেগের কারণ আদিবাসী ভোটব্যাঙ্কে ধ্বস নামা। যেভাবেই হোক শাসক শিবির এখন মরিয়া আদিবাসী সমাজের হারানো জমি ফিরে পেতে। গতকাল হুটমুড়া স্কুল মাঠে সভা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদ্যোপান্ত সেই রাজনৈতিক সভায় তিনি বিরোধীদের তুলোধনা করে ছেড়েছেন।
আজ পুরুলিয়া থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন একগুচ্ছ প্রকল্পের। ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধন হল বহরমপুরে নতুন বাস টার্মিনাসের। উদ্বোধন হল এমনকি সবংয়ে দমকল কেন্দ্রেরও। এরই পাশাপাশি আদিবাসীদের মনের আরও কাছে পৌঁছে যেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের জন্য একাধিক পরিকল্পনার কথাও জানালেন।