মেয়েরা আর্থিক সাহায্যের আর্জি জানালেন বাবার চিকিত্‍সার জন্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাবা ক্যান্সারে আক্রান্ত প্রায় এক বছর ধরে। এই পরিস্থিতিতে মেয়েরাই আর্থিক সাহায্যের আর্জি জানালেন বাবার চিকিত্‍সার জন্য। ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতের দেবনাথ পাড়ার বাসিন্দা ইসরাজুল হক।তিনি ক্যান্সারে আক্রান্ত গত এক বছর ধরেই। বর্তমানে তিনি চিকিত্‍সাধীন রয়েছেন মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে।ইতিমধ্যেই প্রচুর টাকা খরচ হয়ে গিয়েছে তার চিকিত্‍সার জন্য। ইসরাজুল হক ই হলেন ওই পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর পরিবার চরম আর্থিক অনটনে ভুগছে তিনি অসুস্থ হওয়ায়। স্ত্রী, তিন মেয়ে সহ তাদের মোট পাঁচ জনের পরিবার।

আরও জানা গিয়েছে, দুঃস্থ ওই পরিবার টির একমাত্র উপার্জনকারী ইসরাজুল অসুস্থ হয়ে পড়ায় কার্যত একরকম দিশেহারা হয়ে পড়েছে তার সমগ্র পরিবার। বর্তমানে কয়েক লক্ষ টাকার প্রয়োজন তার চিকিত্‍সা করতে। এত টাকা কিভাবে জোগাড় হবে পরিবারটি তাও বুঝে উঠতে পারছে না । আবেদন জমা দিয়েছেন এমনকি স্বাস্থ্যসাথী প্রকল্পে। তবে এখনও পর্যন্ত পরিবার হাতে পায়নি স্বাস্থ্যসাথী কার্ড। কোনও লাভ হয়নি এমনকি বিভিন্ন মহলে জানিয়েও।ইসরাজুলের মেয়ে রেশমা পারভীন জানান, ” সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে সংসারের একমাত্র উপার্জনকারী মানুষ অসুস্থ হয়ে পড়ায়”। কোনও অর্থ নেই বাবার চিকিত্‍সা করার। প্রশাসনের কাছে আর্থিক সহযোগিতার পাশাপাশি তিনি দ্রুত স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে দেওয়ারও আর্জি জানিয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *