একুশে জুলাই এর প্রস্তুতি নেওয়া হলো নিখিল বঙ্গ শিক্ষক সমিতির তরফ থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : দার্জিলিং জেলার তরফ থেকে আজকে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জন্য একুশে জুলাই এর প্রস্তুতি শুরু হলো। এদিন শিলিগুড়িতে জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানালেন আমাদের কাছে একুশে জুলাই একটা আলাদা অনুভব। এবারে আরো জোরদার ভাবে শুরু হলো একুশে জুলাই এর প্রস্তুতি। সবাইকে যেতে হবে, জেলা সভাপতি জানালেন আমাদের কাজ যতটা পারা যায় মানুষকে বলতে পারা যে আপনারা চলুন। শিক্ষক দের একটা বিশাল অবদান থাকা উচিত একুশে জুলাই এর জন্য। উত্তরবঙ্গ থেকে এবারে অনেক বেশী লোক নিয়ে যাবার নির্দেশ এসেছে আমাদের কাছে। তাই আমাদের এবারে দায়িত্ব অনেক অনেক বেশী।

এদিন জেলা সভাপতি আরো জানান আমাদের কর্মীদের জন্য এটা একটা বড়ো পাওয়া, শহীদ দের তৈরী করা এই আবেগ আমাদের সবার জন্য, তাই চলুন একুশে জুলাই। এদিন জেলা সভাপতির সাথে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা শিক্ষক সমিতির সদস্য রা। সবাই কে জেলা সভাপতি জানান আপনারা চলুন একবার। সবাই গেলে আমাদের শক্তি বাড়বে। আমাদের এই একুশে জুলাই সফল করতে হবে। এদিন জেলা সভাপতি আরো জানান যারা যারা যাবেন তারা তাদের ওয়ার্ড কাউন্সিলর এর সাথে যোগাযোগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *