একের পর এক নেতা গ্রেপ্তার শিলিগুড়িতে, তুমুল বিতর্ক তৃণমূল কংগ্রেস এর অন্দরে
শিলিগুড়ি : দেবাশিষ প্রামানিকের পরে গৌতম গোস্বামী একের পর এক নেতার গ্রেপ্তার হওয়ার কারনে চরম অশান্তি তৃণমূল কংগ্রেস এর অন্দরে। জমি থেকে বাড়ি সবদিক থেকেই বিতর্ক শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস এর ভিতরে। যদিও মেয়র গৌতম দেব এই ব্যাপার নিয়ে কিছুই বলছেন না, তবুও ভিতরে ভিতরে তিনি চিন্তায় আছেন তা তার কথা শুনলেই বোঝা যায়। তৃণমূল নেতৃত্ব যদিও এই ব্যাপারে কোন কথা বলেন নি তবুও মুখ্যমন্ত্রীর এই রনংদেহী নির্দেশের পর থেকে অনেক চিন্তায় পড়ে গেছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অনেকেই ভাবছেন এর পর কে? কারন যেভাবে বিতর্ক সামনে চলে আসছে তাই কতদিন এই রোষ ধরে রাখতে পারবেন তৃণমূল নেতারা সেটাই এখন দেখার। এর মধ্যে কয়েকজন কাউন্সিলার এর নাম উঠে আসায় বিতর্ক আরো বেড়ে গেছে তৃণমূল কংগ্রেস এর ভিতরে।
এদিকে কার ভাগ্যে কি আছে সেটা তৈরী করে দেবে আগামী দিনের সিদ্ধান্ত। কবে কার উপরে কি খাড়া আসবে সেটা নির্ভর করবে রাজ্য সরকারের আগামী সিদ্ধান্ত এর উপরে। কে কিভাবে তৈরী হবেন এবং কিভাবে এর মোকাবেলা করবেন সেটা আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পাওয়া যাবে। তৃণমূল এর দার্জিলিং জেলা নেতৃত্ব এতটা আশা করে থাকে নি এটা বলাই বাহুল্য। তবে বাকিটা সময় বলে দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।