এক মুখ এবং বধির দম্পতিকে গাড়িতে তুলে সর্বস্ব ছিনতাইয়ের চেষ্টা, পলাতক তিন দুষ্কৃতী
শিলিগুড়ি : এক মুখ এবং বধির দম্পতিকে গাড়িতে তুলে সর্বস্ব ছিনতাইয়ের চেষ্টা দুষ্কৃতীদের । এমনকি ছিনতাইয়ের পর চম্পটও দেয় তিন দুষ্কৃতী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়, শিলিগুড়ির হিলকার্ট রোডে। কিভাবে দিনের বেলা এই কাণ্ড ঘটল, সেটা নিয়ে স্তম্ভিত এবং অবাক পথ চলতি মানুষজন। ওই দম্পতি খুব সম্ভব হয়তো একটি ব্যাংক থেকে বেরিয়ে টোটো ধরবার চেষ্টা করছিলেন, টাকা তুলে বেরোচ্ছিলেন তারা, তিন দুষ্কৃতী অনেকক্ষণ ধরে লক্ষ্য করে চলেছিল তাদের, তাদের লক্ষ্য ছিল ওই দম্পতির সমগ্র টাকা লুট করে পালানো, কিন্তু ওই দম্পতি সব বুঝে ফেলায় তারা সফল হচ্ছিলো না তাদের উদ্দেশ্য পূরণ করতে।
অবশেষে ওই তিন দুষ্কৃতী ঠিক করেন দম্পতি দুজনকে নিয়েই তারা চলে যাবেন, সেইমতো প্রায় টোটো ঠিক করেও ফেলছিলেন তারা। শেষ পর্যন্ত তিনজন টোটো চালক এগিয়ে আসলে তারাপালিয়ে যান। এই ঘটনা নিয়ে চরম ক্ষোভ প্রকাশও করে সাধারণ মানুষও। অনেকেই জানিয়েছেন দিনের বেলায় যদি মানুষ নিরাপত্তা না পায়, তবে তারা চলাফেরা করবে কিভাবে?পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।