নেতাজির মৃত্যুবার্ষিকী বিতর্ক! কুণাল ঘোষ সরব হল কংগ্রেস-বিজেপির টুইটের বিরুদ্ধে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সত্যিই বিমান দুর্ঘটনায় কি নেতাজির মৃত্যু হয়েছিল ১৯৪৫ সালের ১৮ অগস্ট? এই প্রশ্নের উত্তর আজও অধরা দীর্ঘ ৭৬ বছর পরও৷ অথচ নেতাজির ‘প্রয়াণবার্ষিকী’তে শ্রদ্ধা জানাতে একযোগে টুইট করে ফেলল এমনকি কংগ্রেস ও বিজেপি৷ আর স্বাভাবিক ভাবেই বিতর্ক তৈরি হয়েছে যা নিয়ে৷ এই নিয়ে সরব হয়েছেন এমনকি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষও৷

তিনি টুইটারে এও লিখেছেন, ‘‘যেভাবে আজ নেতাজির মৃত্যুদিবসের টুইট করল কংগ্রেস ও বিজেপি , আমি তার প্রতিবাদ জানাচ্ছি । এমনকি তার মৃত্যু কোথায় ও কবে, তা এখনও প্রমাণিত নয়। কেন্দ্র ক্লাসিফায়েড ফাইল প্রকাশ করে না। মানব না সত্য উদঘাটন ছাড়া মৃত্যুদিবস কোন ভাবে চাপিয়ে দিলে।’’কুণাল ঘোষ একসময় মূলত রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন৷ তখন এই ইস্যুতে তিনি ঠিক কী বলেছিলেন, তার একটি ভিডিয়ো ওই টুইটের সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন৷ এমনকি বিজেপি ও কংগ্রেসকে জবাবও দিয়েছেন একই সঙ্গে আলাদা দু’টি টুইট করে৷

বুধবার সকালে কংগ্রেসের টুইটটি করা হয়েছে তাদের অফিশিয়াল ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে৷ সেখানে তাঁদের তরফে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বোসের অবদানের কথা উল্লেখ করে৷ আজকের দিনকে নেতাজির প্রয়াণ দিবস বলে উল্লেখ করা হয়েছে ৷তবে নেতাজির প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন সংক্রান্ত কোনও টুইট করা হয়নি বিজেপির অফিশিয়াল ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে৷ ওই টুইটটি করেছেন কেন্দ্রের প্রাক্তন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ৷ তিনিও নেতাজির প্রয়াণ দিবস বলে উল্লেখ করেছেন আজকের দিনটিকে৷ যদিও এই নিয়ে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও বক্তব্য জানানো হয়নি বিজেপি বা কংগ্রেসের তরফে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *