এনআরসির জের, মালদহে কুপিয়ে খুনের চেষ্টা করা হলো বাবা-ছেলেকে
বেস্ট কলকাতা নিউজ : মেয়ের ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে কথা বলতে মেয়ে ও জামাই এর বাড়িতে গিয়েছিল বাবা ও ছেলে মিলে । সেখানে গিয়েই তাঁদের আক্রান্ত হতে হল খোদ জামাইয়ের হাতেই । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশচন্দ্র পুর থানার অন্তর্গত জালাল এলাকায়।পুলিশ সূত্রে জানানো হয়েছে , এনআরসির জন্য কিছু দরকারি কথা বার্তা বলতে মেয়ের শ্বশুরবাড়ি গিয়েছিল বাবা এবং ছেলে মিলে। সেখানে যাওয়া মাত্রই তাঁদের উপর এক রকম এর ধেয়ে আসে জামাই খুরসেদ এবং তাঁর পরিবারের লোকজনরা । শুধু তাই নয় পুলিশ জানিয়েছে, কুপিয়ে খুনের চেষ্টাও করা হয় তাঁদেরকে। বর্তমানে আক্রান্ত বাবা- ছেলে মালদহ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন সঙ্কটজনক অবস্থায় ।
পুলিশ আরও জানিয়েছে, আহতদের নাম জামছেদ আলী (৫০) এবং জাহাঙ্গীর আলম(২৪)। এই ঘটনার পর থেকেই পলাতক মূল অভিযুক্ত জামাই খুরসেদ ।পুলিশ তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে । গোটা ঘটনার তদন্তে নেমেছে মালদহ জেলার হরিশচন্দ্রপুর থানার পুলিশ।সূত্রের খবর, সম্প্রতি এনআরসি চালু হওয়ায় কারণে শুরু হয়েছে ভোটার তালিকা সম্প্রসারনের কাজ । আর এই ভোটার তালিকায় এবং ভোটার কার্ড ও আধারকার্ডে রয়েছে তাজিকারার বাবার নাম-পরিচয়। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাজিকারার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন ফরমান জারি করেছে ভোটের কার্ড এবং আধার কার্ডে বাবার পরিচয় দেওয়া যাবেনা বলে ।