একমুখী করা হল কোচবিহার ভবানীগঞ্জ বাজারের চারধারের রাস্তা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : একমুখী করা হলো পুজোর মুখে কোচবিহার ভবানীগঞ্জ বাজারের চারধারের রাস্তা । কোচবিহার পৌরসভা রবিবার থেকেই চালু করল এই পরিষেবা। এদিন এই পরিষেবার সূচনা করেন কোচবিহার ট্রাফিকের ওসি চন্দন দাস, উপস্থিত ছিলেন কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল, পৌরপতি ভূষণ সিং এবং জেলা ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা।

রাজার শহর কোচবিহার, কিন্তু আজ সে ক্রমশ হারিয়ে ফেলেছে তাঁর ঐতিহ্য। তাই এই শহরে যানজট মুক্ত করার লক্ষ্যেই পুরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে এই অভিনব উদ্যোগ। এদিন ভবানীগঞ্জ বাজারকে মধ্যে খানে রেখে একমুখী রাস্তা চালু হল করা মীনাকুমারী চৌপথি, এএল দাস মোড়, শিবকালী চৌপথি হয়ে পাওয়ার হাউস চৌপথি পর্যন্ত ।এই পরিষেবা চালু থাকবে সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত রাউন্ড দি ক্লক ওয়াইস । পরবর্তীতে আবার এই পরিষেবা দুপর ১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অ্যান্টি ক্লক ওয়াইস চলবে । মূলত এই পরিষেবা চলবে শহরের যানজট এড়াতেই ।যার ফলে দুর্ঘটনাও এড়ানো যাবে। পুজোর মুখেই শহরের একাংশে একমুখী পথ করার পৌরসভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ী সমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *