এনজিপি স্টেশনে জারি হল কঠোর নিরাপত্তা, তল্লাশি চলছে এমনকি স্নিফার ডগ দিয়েও
নিজস্ব সংবাদদাতা : ভয়াবহ পাক হামলার পর থেকেই শিলিগুড়ি বেশ কয়েকটি জায়গা জুড়ে চলছে কঠোর নিরাপত্তা। তার মধ্যে সবথেকে এগিয়ে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। এদিন সকাল থেকে প্রায় তিনগুণ পুলিশ , আর্মির ব্যাটেলিয়ান পৌঁছে যায় নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। নাশকতা এখান থেকেই ছড়াতে পারে , এই অনুমান করেই নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়ন করা হয়। কোন জায়গায় কোন সন্দেহজনক জিনিস দেখলেই সেখানে সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে স্নিফার ডগ। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন এবং তার আশেপাশে সমস্ত এলাকাকে নিরাপত্তা চাদরে ভরিয়ে দিয়েছে পুলিশ এবং আধা ব্যাটেলিয়ান। অবশেষে তা আরো তিনগণ বেড়ে যায়।

নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন বর্তমানে উত্তর-পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ স্টেশন । তাই নিরাপত্তা ব্যবস্থার যাতে কোন ত্রুটি না থাকে সেটা দেখতে দুবেলা স্টেশন পরিদর্শন করেন নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এবং সুপারভাইজার। কোনভাবে যাতে নাশকতা না করা যায় , এবং যাত্রী নিরাপত্তার জন্য সব রকম সুরক্ষা দিতে তারা নির্দেশপি দেন। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন মূলত এদিন সকাল থেকেই ছিল পুলিশি চাদরে মুড়ে দেওয়া।