এবার কলকাতা হাওড়ায় মিলবে ড্রোন ডেলিভারি, ওষুধ থেকে খাবার পাওয়া যাবে ঘরে বসেই
বাড়ি থেকে বেরিয়েছেন খুব তাড়াহুড়ো করে। গন্তব্যে পৌঁছনের জন্য হাতে সময় বড্ড কম। অথচ রাস্তা জ্যামের কারণে আরও কিছুক্ষণ হয়ে গেল দেরি। এরকম পরিস্থিতিতে কখনও না কখনও প্রত্যেকেই হয়তো ভেবেছেন দুটো ডানা থাকলে বড্ড সুবিধা হতো। ভিড় রাস্তা পেরিয়ে আকাশ পথেই পাড়ি দিতেন গন্তব্যের উদ্দেশ্যে। এখনও পর্যন্ত যদিও এই ধরনের আবিষ্কার জনসাধারণের ব্যবহারের জন্য টেকনোলজি করে উঠতে পারেনি কিন্তু অল্প সময়ের মধ্যে আপনার কাছে প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার মতো পরিষেবা শুরু করা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই কলকাতা- হাওড়ায় চালু হচ্ছে ড্রোন ডেলিভারি ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে এই ড্রোন ডেলিভারি চালু হয়েছে। অ্যামাজনের মতো সংস্থাগুলিও সময় বাঁচাতে এবং দ্রুত ডেলিভারি করতে ড্রোন ডেলিভারির সাহায্য নিয়েছে।