এবার গুগল নতুন ফিচার নিয়ে হাজির হল স্মার্টফোনের জন্য
বেস্ট কলকাতা নিউজ : গুগল সম্প্রতি নতুন বেশ কিছু ফিচার যুক্ত করে দিয়েছে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য। ইমোজি কিচেন, অটো জেনারেটেড ন্যারেটর বই পড়ার জন্য, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য লেবেল এবং আরও অনেক কিছু রয়েছে এই ফিচার গুলির মধ্যে। তবে এই ফিচার আসছে না সমস্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য কারণ এখনো বিটা স্তরে রয়েছে বেশ কিছু ফিচার।
ইমোজি কিচেন প্রথমত আসছে গুগল কিবোর্ডে। এই ফিচারের মাধ্যমে আপনারা একটি নতুন স্টিকার তৈরি করতে পারেন নিজেদের সবথেকে পছন্দের ইমোজি গুলি একসাথে করে। এছাড়াও আপনি একসাথে দুটি স্টিকারে ট্যাপ করলে কম্বিনেশন পেয়ে যাবেন। আপনি বেশ কিছু নতুন কম্বিনেশন পাবেন ইমোজি তে ডাবল ট্যাপ করলেও। এই ফিচার ইতিমধ্যেই আছে জিবোর্ড বিটা ভার্সনে। ফিচারগুলো প্রত্যেকটি ফোনের জন্য আনা হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই।
যদি আপনি বই পড়তে চান তাহলে এবারে গুগল আপনার জন্য অটো জেনারেটেড ন্যারেটর সুবিধা নিয়ে আসছে। এটি থাকবে গুগল প্লে বুকস অ্যাপ্লিকেশনে এবংএটিও রয়েছে বিটা স্তরে। গুগল বর্তমানে এই নতুন ফিচার লঞ্চ করার চেষ্টা করছে আমেরিকা এবং ব্রিটেনে।