এবার থেকে অমরনাথ যাত্রা হবে আরও সহজ, তৈরি হচ্ছে বিশেষ রাস্তা
পূণ্যার্থীদের সুবিধার্থে সরকার সিদ্ধান্ত নিয়েছে অমরনাথের নতুন রাস্তা তৈরি হবে। এবার অমরনাথকে জোড়া হবে প্রায় ১১ কিলোমিটার টানেলে। আপাতত পরিকল্পনা অনুযায়ী, এই রাস্তা তৈরির কাজ চলবে প্রায় ৬০ মাস ধরে। অমরনাথের দুর্গম রাস্তা সম্পর্কে কমবেশি সবাই জানেন। এই রাস্তা পার করতে গিয়ে প্রাণের ঝুঁকিও থাকে। তবুও ভক্তরা সমস্ত বাধা পেরিয়ে দেবাদিদেবকে একবার দর্শন করতে প্রতিবছর অমরনাথে ভিড় জমান। ২২ কিমির এমন রাস্তা তৈরি করা হবে যা সব আবহাওয়াতেই ব্যবহার করা যাবে। এই রাস্তা একবার তৈরি হলে তখন আর শ্রীনগরে যেতে হবে না, জম্মু থেকে সরাসরি লাদাখ যাওয়া যাবে। ৫ বছরের মধ্যে এই কাজ শেষ হবে।০২২ সালে হরপা বানের কারণে অমরনাথে প্রায় ১৫ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। তবে সরকার আশা করছে, নতুন রাস্তা তৈরি হলে এই দুর্ঘটনার সংখ্যা অনেকটা কমবে