সন্দেহ হয়েছিল আরোহীকে দেখা মাত্রই , প্রায় ৬৭ লক্ষের সোনা উদ্ধার হল বাইক থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের বিএসএফ রুখল সোনা পাচারের মতো ঘটনা ৷ বিএসএফ গোপন সূত্রে অভিযান চালিয়ে দশটি সোনার বিস্কুট উদ্ধার করল পাচারের আগেই। এই ঘটনায় এক জন গ্রেফতার হয় । জানা গেছে উদ্ধার হওয়া বিস্কুটের বাজার মূল্য ৬৬ লক্ষ ১২ হাজার ৯০৭ টাকা। ধৃতের নাম বিমান মন্ডল(৪৯)। বাড়ি হিলি থানার বানোরা এলাকায়। এদিকে বিএসএফের পক্ষ থেকে উদ্ধার হওয়া সোনার বিস্কুট তুলে দেওয়া হয়েছে শুল্ক দফতরের হাতে। সোনার বিস্কুট গুলি কোথায় পাচার করা হচ্ছিল, এর পেছনে কে আছে, তা খতিয়ে দেখেবিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ৷

জানা গেছে, বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের কাছে খবর আসে, সোনার বিস্কুট পাচার করা হবে হিলি থেকে বালুরঘাটে। বিএসএফ জওয়ানরা হিলি থেকে অভিযান শুরু করে৷ অবশেষে রাতের বেলা আটকানো হয় । বাইকে তল্লাশি চালানো হয়। সেই সময় ওই মোটরবাইক আরোহীর কাছ থেকে দশটি সোনার বিস্কুট উদ্ধার হয়। যার ওজন প্রায় ১ কেজি ১৬৫.২৭০ গ্রাম৷ উদ্ধার হওয়া সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয় বিএসএফের তরফ থেকে। অবশেষে ধৃতকে তুলে দেওয়া হয় বালুরঘাটে শুল্ক দফতরের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *