এবার থেকে বন্ধ হতে চলেছে মেট্রোর সময় সূচি,চালু হতে চলতে রিয়েল টাইম ইন্ডিকেটর
বেস্ট কলকাতা নিউজ : মেট্রো ধরার জন্য তাড়াহুড়ো স্টেশনে ঢুকছেন। ডিসপ্লে বোর্ডে দেখলেন কবি সুভাষগামী ট্রেন ৪টে ১৭য়। সতেরো গেল, আঠারো গেল, উনিশপার হয়ে গেলো । ট্রেন আরকোনো দেখা নেই । প্ল্যাটফর্মে ভিড় ক্রমাগত বাড়তে চলেছে । সেই ৪টে ১৭-র ট্রেন এল যখন, ঘড়িতে তখন ৪টে ২৬। এদিকে পরবর্তী ট্রেন প্লাটফর্মে প্রবেশ করার নির্ধারিত সময় ৪টে ২৭। তার মানে এক মিনিট বাদে আবার একটা কবি সুভাষগামী ট্রেন আসবে?
কেবল মাত্র আপনি নয়, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আপনার মতো অজস্র অধৈর্য্য যাত্রীর মনে একই প্রশ্ন। যদিও তার উত্তর খোঁজার সময় বা ইচ্ছা কারও নেই। গুঁতোগুঁতি ওই ট্রেনেই সব যাত্রীরাই উঠলেন। আর কি ভিড়ের চাপে দমবন্ধ হওয়ার অবস্থা । দুটো ট্রেনের প্যাসেঞ্জার একটার মধ্যে উঠলে যা হয় আর কি! যাত্রীদুর্ভোগের এই বৃত্তান্ত কলকাতা মেট্রোয় এখন প্রতিদিনের ঘটনা । বলতে গেলে মানুষের গা-সওয়া হয়ে গিয়েছে। তিনটের প্যাসেঞ্জার একটা ট্রেনে গুঁতোগুঁতি করছেন এমন ঘটনাও ঘটছে অনবরত । কর্তৃপক্ষের কাছেও সমস্যাটা অজানা নয়। যার আপাত সুরাহায় কলকাতা মেট্রো চলাচলে ‘সময় সারণি’ (টাইমটেবিল) বন্ধ করে দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে। মানে স্টেশনে ঢোকার মুখে আর দেখা যাবে না পরবর্তী ট্রেন সময় কখন আসবে । টাইম টেবিলের পরিবর্তে চালু হবে রিয়েল টাইম ইন্ডিকেটর।