এস আই আর নিয়ে বিজেপির তরফ থেকে বিশেষ সহায়তা ক্যাম্প আয়োজিত হল শিলিগুড়ির দুই নং বোড়োতে
শিলিগুড়ি : এস আই আর নিয়ে বিজেপির তরফ থেকে বিশেষ সহায়তা ক্যাম্প আয়োজিত হল শিলিগুড়ির ২ নম্বর ব্লকের বোড়োতে। বিধায়ক শংকর ঘোষ নিজে এদিন উপস্থিত ছিলেন এই সহায়তা ক্যাম্পে। এমনকি একের পর এক স্থানীয় মানুষও এদিন উপস্থিত হয়েছিলেন এই ক্যাম্পে। এই ক্যাম্পে উপস্থিত থেকে এদিন সমস্ত রকমের সহায়তা করলেন বিধায়ক নিজে।এদিন বিধায়ক শংকর ঘোষ জানান এই এস আই আর কে নিয়ে মানুষের মধ্যে একটা ভয় আছে। আমাদের দায়িত্ব এবং কর্তব্য মানুষের সেই ভয় বা আতঙ্ককে সরিয়ে দেওয়া। মানুষকে বোঝানো ভয় বলতে কিছু নেই। এটা একটা স্বাভাবিক জিনিস। আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এই আবেদনপত্র পূরণ করা। আমাদের উচিত এই আবেদনপত্রকে সঠিকভাবে পূরণ করে জমা দেওয়া। এদিন শুধু প্রচুর স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন তাই নয় বাইরে থেকে আসা মানুষও উপস্থিত ছিলেনএই শিবিরে।


