এ বছরের মাধ্যমিক পরীক্ষায় দার্জিলিং জেলায় যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকারী কৃতি ছাত্রীকে সম্বর্ধনা দিলেন মেয়র গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : এ বছরের মাধ্যমিক পরীক্ষায় দার্জিলিং জেলায় যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকারী কৃতি ছাত্রীকে সম্বর্ধনা দিলেন মেয়র গৌতম দেব। শিলিগুড়ি ৩৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোহনা সেন শর্মা মাধ্যমিক পরীক্ষায় ৬৭৩ নাম্বার পেয়ে দার্জিলিং জেলায় যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করেছে। মেয়র গৌতম দেব এদিন জানান তাঁকে অভিনন্দন জানাই। আমি তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

সম্বর্ধনা দিয়ে মেয়র গৌতম দেব এদিন আরো জানান শিলিগুড়ি থেকে এবারে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে বেশ কিছু ছাত্র-ছাত্রী ভালো রেজাল্ট করেছে। তাদের শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং আমি বলছি শিলিগুড়ি পুরসভা থেকে যতদূর যা যা করণীয় হয় আমি একজন মেয়র হিসাবে সেই সেই দায়িত্ব এবং কর্তব্য পালন করব। ওর বাবা মাকে বলেছি যেকোনো দরকার এবং যে কোন প্রয়োজনে আমাকে ফোন করতে। পুরসভা সব সময় মেধাবীদের পাশে থাকবে। শিলিগুড়ি পুরসভা মানুষের ভোটে যখন জিতে এসেছে তখন মানুষের দায়িত্ব এবং কর্তব্য তারা মাথা পেতে নেবে। তাই আমি ওকে আজকে জানিয়ে গেলাম কোন চিন্তা করতে না। পাশে আছি আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *