কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানালো শিলিগুড়ির বিভিন্ন পাঠাগারগুলি
শিলিগুড়ি : গতকাল পালিত হল শিলিগুড়ির বাঘা যতীন পাঠাগার আয়োজিত ১৬৪ তম রবীন্দ্র জন্ম উৎসব।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালা আধিকারিক মলয় সাহা,পৌর মাতা গার্গী চ্যাটার্জী এবং গ্রন্থাগার আধিকারিক দিপানিতা রায় ও নবীন রবীন্দ্র অনুরাগী গন। এদিন সকালে রবীন্দ্রনাথের জীবনী নিয়ে আলোচনা করে শুরু হয় অনুষ্ঠান। আলোচনা করা হয় কবিগুরুর বিভিন্ন কীর্তি এবং তার সম্পর্কে । উপস্থিত পুরমাতা গার্গী চ্যাটার্জী জানান রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমাদের বলবার মতন সাহস নেই। সারা পৃথিবীতে এমন কোন পাঠাগার নেই যেখানে কবিগুরুর জীবনী নিয়ে আলোচনা করা হয় না অথবা লাইব্ররীগুলিতে কবিগুরুর লেখা বই নেই।
পুরমাতা আরো জানান আমরা গর্ব বোধ করে বলতে পারি আমাদের মধ্যে উনি আছেন। কবিগুরু আমাদের দেশে জন্মগ্রহন করেছেন। তার করা গান এবং কবিতা আমাদের কাছে আদর্শ হয়ে আছে। এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব প্রাপ্ত নেতা এবং নেত্রীরা।রবীন্দ্রনাথের লেখা বই পড়তে বলা হয় সকল পাঠানুরাগীদেরও।