সোমবার থেকে ৪ দিনের জন্য লকডাউন জারি হল পুরুলিয়ায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পুরুলিয়া জেলা প্রশাসন পুরুলিয়া শহর ও আদ্রা রেল শহরে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা ৪ দিন লকডাউন জারি করল উদ্বেগজনক COVID পরিস্থিতির কারণে। জেলা প্রশাসন এই নির্দেশিকা জারি করে জেলাশাসকের কার্যালয়ে একটি বিশেষ প্রশাসনিক বৈঠকের মাধ্যমে। কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে পুরুলিয়া শহর ও আদ্রা রেল শহর এলাকায়। তাই এই সিদ্ধান্ত বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে খবর, পুরুলিয়ায় কোরোনা আক্রান্তের সংখ্যা ১৬৬। তবে আক্রান্তের মধ্যে১১৪ জন সুস্থ হয়ে উঠেছেন।বর্তমানে চিকিৎসাধীন রয়েছে বাকি৫২ জন। জেলায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ৪২ টি । এর মধ্যে ১০ টি রয়েছে পুরুলিয়া শহরেই এবং ৬ টি কনটেনমেন্ট জ়োন রয়েছে আদ্রা রেল শহর এলাকায়। তাই জেলা প্রশাসন কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার থেকে টানা চারদিন লকডাউনের নির্দেশিকা জারি করেছে গোটা পুরুলিয়া শহর ও আদ্রা রেলশহর এলাকায়। এই বিষয় জেলাশাসক রাহুল মজুমদার জানান, এই লকডাউন চলবে সোমবার বিকেল চারটে থেকে বৃহস্পতিবার রাত বারোটা পর্যন্ত। সম্পূর্ণ পুরুলিয়া পৌরসভা এলাকা এবং আদ্রা শহর এলাকা এর আওতায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *