কমল হাসান মিস্টার হিটলার বলে আক্রামণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :প্রখ্যাত অভিনেতা কমল হাসান হিটলারের সঙ্গে তুলনা করলেন এ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে । সংসদে মূলত শব্দ ‘ফতোয়া’ জারি হয়েছে বাদল অধিবেশনের আগে । এমনকি একগুচ্ছ শব্দতালিকা প্রকাশ করেছে লোকসভার সচিবালয়। এবার থেকে আর বলা যাবে না ‘লজ্জাজনক’, ‘নির্যাতন’, ‘বিশ্বাসঘাতকতা’, ‘নাটক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘অযোগ্য’, ‘ভণ্ডামি’র মতো শব্দ‌গুলো। কেন? কারণ মোদি সরকারের সচিবালয়ের মতে এ শব্দগুলি ‘অসংসদীয়’। এমনকি বিরোধীরাও একযোগে সরব হয়েছেন এই ঘটনায়।

এদিকে কংগ্রেস থেকে তৃণমূল সকলেরই বক্তব্য, আদতে সরকারের উদ্দেশ্য বিরোধী দলের কণ্ঠরোধ করাই । আর এবার দক্ষিণী অভিনেতা কমল হাসান মুখ খুললেন এই নিয়ে । সরাসরি কমল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিটলার বলে কটাক্ষ করলেন । কমল হাসানের দল ‘মক্কল নিধি মাইয়ামে’র পক্ষ থেকে গোটা ঘটনার বিরোধিতাও করা হয়েছে টুইটারে কমল হাসানের ছবি পোস্ট করে। এই পোস্টারেই লেখা হয়েছে, ”মিস্টার হিটলার, এটা জার্মানি নয়, আপনি কি রাজতন্ত্র ফিরিয়ে আনতে চলেছেন?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *