কয়েক হাজার যাত্রী প্রাণে রক্ষা পেল অল্পের জন্য, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস বাচঁলো বড়সড় দুর্ঘটনার হাত থেকে
বেস্ট কলকাতা নিউজ : ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল অন্য একটি ট্রেনের চালকের সতর্কতায়। রেল লাইনে কার্যত ধরা পড়ল বড়সড় ফাটল। ধানবাদ থেকে হাওড়া আসার পথে অবশেষে কয়েক হাজার যাত্রী রক্ষা পেল অন্য একটি ট্রেনের চালকের বিশেষ তৎপরতায়।
এদিকে পূর্ব রেল সূত্রে জানা গেছে, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস দুর্গাপুর স্টেশনে পৌঁছয় মঙ্গলবার সন্ধ্যায়৷ কিন্তু ওই এক্সপ্রেস ট্রেনটির ঠিক আগে সেনাবাহিনীর একটি বিশেষ ট্রেন একই লাইন ধরে দুর্গাপুর থেকে পানাগড়ের দিকে আসছিল সন্ধে সাড়ে ছ’টা নাগাদ ৷ এদিকে সেনাবাহিনীর ট্রেনটির চালক এবং গার্ড রেল লাইনে অস্বাভাবিক ঝাঁকুনি অনুভব করেন দুর্গাপুর স্টেশন ছাড়ার পরই৷ তাঁরাই স্টেশন কর্তৃপক্ষকে সতর্ক করেন পানাগড় স্টেশনে খবর পাঠিয়ে৷ এর পরেই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসকে আটকে দেওয়া হয় দুর্গাপুর স্টেশনে৷
খবর পেয়ে রেলকর্মীরা লাইন চেক করলে দেখা যায়, বড়সড় ফাটল তৈরি হয়েছে ওই রেল লাইনে৷ সে কারণেই চালক ঝাঁকুনি অনুভব করেন সেনাবাহিনীর বিশেষ ট্রেনটি যাওয়ার সময়৷ দ্রুত শুরু হয় এমনকি মেরামতি কাজও৷এদিকে রেল কর্তৃপক্ষ মনে করছে ওই লাইন দিয়ে দ্রুত গতিতে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস গেলে যাত্রী বোঝাই ট্রেনটি বেলাইন হওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল বলেও৷ দুর্ঘটনা এড়ানোর জন্য রেল কর্মীরা সেনাবাহিনীর ওই বিশেষ ট্রেনটির চালক এবং গার্ডকেই কৃতিত্ব দিচ্ছেন৷ প্রায় দেড় ঘণ্টা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসকে দুর্গাপুর স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয় রেল লাইন মেরামতির জন্যও৷