করোনাগ্রাফ ফের ঊর্ধ্বমুখী ভোটের বাংলায় , ৬৪৬ জন আক্রান্ত নতুন করে
বেস্ট কলকাতা নিউজ : করোনার সেকেন্ড ওয়েভ চলছে দেশজুড়ে। রাজ্যে-রাজ্যে ছড়াচ্ছে সংক্রমণ। এমনকি করোনা চোখ রাঙাচ্ছে ভোটের বাংলাতেও। শুক্রবার সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৬৪৬ জন। এদিকে প্রশাসনের বাড়তি উদ্বেগ প্রথম দফার ভোটের শুরুতেই দৈনিক সংক্রমণ বেড়ে চলায়। রাজ্যের করোনাগ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় ঘোর দুশ্চিন্তায় চিকিতসক মহল। নির্বাচন শেষে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
রাজ্যের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী দিন কয়েক ধরেই। উদ্বেগ আরও বেড়েছে প্রথম পর্বের ভোটের আগের দিন সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্যে। নতুন করে চিন্তা বাড়িয়েছে রাজ্যের কোভিডগ্রাফ। নতুন করে রাজ্যে করোনায় কাবু ৬৪৬ জন। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চারজনের। নয়া এই আক্রান্তদের মধ্যে কলকাতার ২৩৯ জন। শহর কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। একদিনে ১৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এই জেলায়। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ৮৩ হাজার ২৭ জন। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ৩২০ জন।