কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার এক মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচালেন দুষ্প্রাপ্য গ্রুপের রক্ত দিয়ে
বেস্ট কলকাতা নিউজ : দিনহাটার এক কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন এক মুমূর্ষ রোগীর। জানা যায়, দিনহাটার ফকিরটারি এলাকার বাসিন্দা আনোয়ারা সরকারের প্রয়োজন ছিল দুষ্প্রাপ্য ও নেগেটিভ রক্তের। তিনি চিকিৎসাধীন ছিলেন দিনহাটা মহকুমা হাসপাতালে। তবে সেই রক্ত খুঁজে পাওয়া যাচ্ছিল না দুষ্প্রাপ্য রক্ত হওয়ার জন্য। এমতাবস্থায় রক্তের জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে থাকেন খুশির ছোঁয়া ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রোহিত ইসলাম । সেই সময় তার সঙ্গে যোগাযোগ হয় দিনহাটার কোয়ালিদহর বাসিন্দা পেশায় সিভিক ভলেন্টিয়ার অমিত সেনের, ডিউটিরত অবস্থায় এই খবর শোনা মাত্রই তিনি দিনহাটা হাসপাতালে ব্লাড সেন্টারে এসে রক্তদান করেন এবং প্রাণ বাঁচান ওই রোগীর।
জানা যায় অমিত সেন দিনহাটা থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার। সকলেই ধন্যবাদ এবং কুর্নিশ জানিয়েছেন তার এই উদ্যোগকে । এ বিষয় দিনহাটা মহাকুমার পুলিশ অধিকারীক ত্রিদিব সরকার জানিয়েছেন, অত্যন্ত ভালো উদ্যোগ। আমরাও গর্বিত অমিত সেনের এই উদ্যোগে। ওর দুষ্প্রাপ্য ও নেগেটিভ রক্ত, এর আগেও সে কয়েকজনকে প্রাণ বাঁচিয়েছে রক্ত দিয়ে । সে কর্মরত অবস্থায় ছিল, সে দিনহাটা হাসপাতালে ছুটে গিয়ে রক্তদান করে মুমূর্ষ রোগীর খবর শুনতে পেয়েই। সকলের উচিত এভাবেই রক্তদান করে মানুষের পাশে থাকা।