বীরভূম ফের রক্তাক্ত হল পঞ্চায়েত নির্বাচনের আগে , বোমার আঘাতে মৃত্যু এক তৃণমূলকর্মীর , গুরুতর জখম প্রধানের ভাই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বীরভূমে ফের রক্ত ঝরল পঞ্চায়েত ভোটের আগে। এবার এক তৃণমূল কর্মীর মৃত্যু হল বোমা ফেটে। এমনকি স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের ভাইও হাসপাতালে ভর্তি বোমা ফেটে গুরুতর জখম হয়ে। শনিবার রাতের এই ঘটনার পর রবিবার সকালেও পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের মাড়গ্রাম। শুরু হয় এমনকি রাজনৈতিক চাপানউতোরও ।

উল্লেখ্য , তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে গিয়েছিলেন দিন কয়েক আগেই। অনুব্রতহীন বীরভূমে এবার তৃণমূল কীভাবে পঞ্চায়েত ভোটের জন্য ঝাঁপাবে , তা নিয়ে দলনেত্রী জরুরি বৈঠকও করেছেন জেলার নেতাদের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের কয়েকদিনের মধ্যেই এবার বোমাবাজির ঘটনা ঘটলো বীরভূমের মাড়গ্রামে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাড়গ্রাম হাসপাতাল মোড়ে বোমাবাজির ঘটনাটি ঘটে শনিবার রাতে । ঘটনাস্থলে স্থানীয় এক তৃণমূলকর্মী নিউটন শেখের মৃত্যু হয় দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে। এই ঘটনায় গুরুতর জখম হযেছেন মাড়গ্রাম এক নম্বর পঞ্চায়েত প্রধানের ভাই লাল্টু শেখও । ঘটনার পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় উভয় পক্ষের বোমাবাজিতে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে নিহত নিউটন শেখের স্ত্রী ফিরদৌসি বিবি বলেন, “আমার স্বামীকে খুন করেছে জাহির শেখ, আইনাল শেখ, সফিক শেখ, সুজাউদ্দিন শেখরা। স্বামীকে বোমা মারার খবর পাই রাত আটটা নাগাদ। ঘটনাস্থলেই স্বামীর মৃত্যু হয়। ওদের আমি চরম শাস্তি চাই। ওরা কংগ্রেস করে। আমার স্বামী তৃণমূল করত। ওরা স্বামীকে খুন করেছে” রাজনৈতিক কারণেই। পুলিশ এই ঘটনায় গ্রেফতার করেছে সুজাউদ্দিন-সহ ছয় জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *