কলকাতার সাথে ড: বিধান রায়ের স্বপ্নের কল্যানী উপনগরী কে যুক্ত করার জন্য রাজ্য সরকার তৈরি করছে কল্যাণী সুপার এক্সপ্রেসওয়ে
কাজ চলছে একাধিক পর্যায়ে:
১. বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সাথে কল্যানী এক্সপ্রেসওয়ে কে নিমতায় যুক্ত করার জন্য তৈরি হচ্ছে ৬ লেনের এলিভেটেড করিডোর।
২. নিমতা থেকে মুড়াগাছা মোড় অব্দি এক্সপ্রেসওয়েটি হবে ৬ লেনের
৩. মুড়াগাছা মোড় থেকে কাঁপা মোড় অব্দি হবে ৪ লেনের
৪. কাঁপা মোড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হচ্ছে ডানকুনি – মগরা – বড়জাগুলি এক্সপ্রেসওয়ে।
কাঁপা থেকে একদিকে ৪ লেন হাইওয়ে চলে যাবে কল্যানী হয়ে ৬ লেনের নতুন ঈশ্বর গুপ্ত সেতু অব্দি।
অন্য দিকে নতুন একটি ৬ লেনের এলিভেটেড করিডোর মথুরা ঝিলের পাস দিয়ে চলে যাবে NH12 বড় জাগুলি মোড় অব্দি। এটি হতে চলেছে বাংলার দীর্ঘতম ফ্লাইওভার।
এই পুরো এক্সপ্রেসেওয়ের বেশ কিছুটা অংশ ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে গাড়ির জন্য। বাকিটা খুলে দেওয়া হবে বছর খানেকের মধ্যে। যানজট এড়ানোর জন্য প্রতিটি ছোট বড় মোড়ে তৈরি হচ্ছে ওভারপাস। পুরো কাজটি শেষ হয়ে গেলে কলকাতা থেকে কল্যানী পৌঁছনো যাবে মাত্র ৪০ মিনিটে।
আগামীদিনে কল্যানী হয়ে উঠতে চলেছে পূর্ব ভারতের বৃহত্তম এডুকেশন ও মেডিক্যাল হাব। কলকাতার দ্বিতীয় বিমানবন্দরের পরিকল্পনা ও কল্যানীতে।ফলে এই এক্সপ্রেসওয়ে হয়ে উঠতে চলেছে Game Changer।