কলকাতা বিশ্ববিদ্যালয় জায়গা করে নিলো দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায়, গর্বিত এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা বিশ্ববিদ্যালয় জায়গায় করে নিয়েছে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানালেন । তিনি জানান, সার্বিকভাবে কলকাতা বিশ্ববিদ্যালয় (CU) ষষ্ঠ স্থানে আছে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় । প্রথম স্থান দখল করেছে রাজ্যের অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের তালিকায়।
টুইটারে মুখ্যমন্ত্রী বলেন, গর্ববোধ করছি ‘দৃষ্টান্তমূলক কাজের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃতি পাওয়ার বিষয়টি সকলের সঙ্গে ভাগ করে নিতে। কলকাতা বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে ষষ্ঠ স্থানে আছে এবং রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম হয়েছে ২০২২ সালে ভারতের সেরা বিশ্ববিদ্যালয় নিয়ে ইন্ডিয়া টু’ডের সমীক্ষায় ।’
সেইসঙ্গে মুখ্যমন্ত্রী এও জানান, কলকাতা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থানে আছে গত তিন বছর পিএইচডি সম্পূর্ণ করা প্রার্থী এবং স্বত্ব প্রদানের সংখ্যার নিরিখেও । ‘কেরিয়ার প্রোগ্রেসন অ্যান্ড প্লেসমেন্ট’-র নিরিখে সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় আছে তৃতীয় স্থানে। মুখ্যমন্ত্রী বলেন, ‘সমস্ত পড়ুয়া, শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের আমার অভিনন্দন রইলো ।’
গত মাসে ‘ইন্ডিয়া র্যাঙ্কিং ২০২২’ (ন্যাশনাল ইন্ডিয়ান র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ) প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম দশে আছে পশ্চিমবঙ্গের দুটি বিশ্ববিদ্যালয় আছে – কলকাতা এবং যাদবপুর। তবে এবার কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুরের থেকে নীচে নেমে গিয়েছে। এবার অষ্টম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয় আছে। গতবার চতুর্থ স্থানে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়।