কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল টেট বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা টেট ২০১৭ সালের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে। মামলার বয়ান অনুযায়ী,মে মাসের ১২ তারিখে জারি হয়েছিল ২০১৭ সালের বিজ্ঞপ্তি। কিন্তু নেওয়া হয়নি সেই পরীক্ষা। কয়েকদিন আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ২০১৭ সালের ওই বিজ্ঞপ্তি অনুযায়ী।মামলাকারী চাকরিপ্রার্থীদের আরও দাবি তারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে ২০১৭ সালের পরে। যেহেতু এখন নেওয়া হচ্ছে ২০১৭ সালের পরীক্ষা তাই হাইকোর্ট সেই নির্দেশ দিক তারাও যাতে পরীক্ষায় বসার সুযোগ পায়। ইমানা চৌধুরি-সহ একাধিক চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই দাবিতে। মামলার শুনানি সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে।
এদিকে , মামলাকারীদের তরফে আইনজীবী আলী আহসান আলমগীর জানান , “মামলাকারীরা ২০১৭ সালে যেহেতু তাঁদের ট্রেনিং ছিল না তাই তারা কোনো আবেদন করতে পারেননি। কিন্তু তারা এখন প্রশিক্ষণপ্রাপ্ত। বছরে একবার টেট পরীক্ষা নেওয়ার কথা এনসিটির গাইডলাইন অনুযায়ী। কিন্তু পরীক্ষাই নেওয়া হয়নি দীর্ঘ কয়েক বছর।তাহলে এখন এই সমস্ত প্রার্থীদের ট্রেনিং থাকার পরেও তাঁরা কেন পরীক্ষায় বসতে পারবেন না? টেট পরীক্ষা কোনও নিয়োগের পরীক্ষা নয়। এটা প্রাথমিক পর্বে একজন প্রার্থীর যোগ্যতা মান যাচাইয়ের পরীক্ষা।