কলেজ ছাত্রীকে যৌন হেনস্থা, চরম বিপাকে পড়লো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ
নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ। ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের এক ছাত্রীকে নিয়মিত মানসিক ও শ্লীলতাহানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পিএমআর বিভাগে আন্দোলন কর্মসূচি শুরু করে ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রীরা জানিয়েছেন বর্তমানে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। একা একা তারা সাহস পাচ্ছেন না কলেজ আসতে। এক ছাত্রী জানান এই ঘটনা আজকের নয় বহুদিন ধরে ঘটে আসছে । বারবার তারা প্রতিবাদ জানিয়েছেন কিন্তু সুরাহা হয় নি। গত এক মাসে বহুবার এই ঘটনা ঘটেছে । সবাই দেখছেন সমাধান হয় নি।

এদিকে ইতিমধ্যেই ঠিক একই ঘটনা ঘটে , সমস্যা হলে সমাধান করতে হয় কিন্তু কলেজ কর্তৃপক্ষ এই ব্যাপারে একেবারেই উদাসীন। তাই তারা বাধ্য হচ্ছেন আন্দোলনে নামতে। ছাত্র-ছাত্রীরা এও জানিয়েছে বারবার একই সমস্যা হওয়ায় তারা তাদের অভিভাবকদের জানিয়েছিলেন। তারা কলেজ পরিবর্তন করার চিন্তা করছে। তবে ওই ছাত্রী লজ্জার চোটে কিছুই বলতে চায়নি। আপাতত তাকে বাড়ি নিয়ে গেছেন তার অভিভাবকেরা , এমনটাই খবর পাওয়া গেছে।