কাঁকড়াবিছে ঘুরে-বেড়াচ্ছে মিডে ডে মিলে! ওটাই খেয়ে নিতে বলা হয়, অভিযোগ ছাত্রের
বেস্ট কলকাতা নিউজ : টিকটিকির পর এবার স্কুলের মিড ডে মিলে মিলল আস্ত কাঁকড়াবিছে। কাঁকড়াবিছে সহ মিড ডে মিলের খাবার পড়ুয়াদের পরিবেশনও করা হয়েছে বলে অভিযোগ। মিড ডে মিল খেতে গিয়ে খাবারের মধ্যে কাঁকড়াবিছেটি চোখে পড়ে পড়ুয়াদের। বাঁকুড়ার লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠের ঘটনা। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্কুল প্রশাসন ঘটনায় দায় এড়িয়ে যাওয়ায় বিষয়টি জানানো হয় স্থানীয় ব্লক প্রশাসনকে। বিক্ষোভ দেখানো হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতেও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই এদিন বাঁকুড়ার লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে মিড ডে মিল রান্না হয়। নির্দিষ্ট সময়ে রান্না করা খাবার পরিবেশনও করা হয় পড়ুয়াদের। খাবার খেতে গিয়ে এক পড়ুয়া দেখে খাবারের থালায় পড়ে রয়েছে আস্ত কাঁকড়াবিছে। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আনলে শিক্ষকরা ওই পড়ুয়াকে বিষয়টি চেপে যেতে বলেন বলে অভিযোগ। কিন্তু স্কুল ছুটি হতেই বিষয়টি জানতে পারেন অভিভাবকরা।
এই ঘটনার পরই এলাকার মানুষের ক্ষোভ আছড়ে পড়ে স্কুল ও স্থানীয় লছমনপুর গ্রাম পঞ্চায়েতে। অভিভাবক ও স্থানীয়দের তরফে স্কুলের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে অভিযোগ জানানো হয় স্থানীয় গঙ্গাজলঘাটি ব্লক প্রশাসনকেও। পড়ুয়া ও অভিভাবকদের দাবি, নোংরা পরিবেশে মিড ডে মিল রান্না করার ফলেই এমন ঘটনা ঘটেছে। অভিভাবকদের অভিযোগ, বিষয়টি সামনে আনার পরও পদক্ষেপ করেনি স্কুল কর্তৃপক্ষ।