কাঠের তৈরী ব্রিজই ভরসা সিকিমের পারাপার করতে হিমসিম খাচ্ছেন সাধারন মানুষ
নিজস্ব সংবাদদাতা : সিকিমের অবস্থা এখনো ঠিক জায়গাতে না পৌছানোর কারনে প্রচণ্ডভাবে সমস্যার মধ্যে আছেন সাধারন মানুষ এবং পর্যটকেরা। এক দুটি ব্রিজের উপর দিয়ে পারাপার করছেন শয়ে শয়ে স্থানীয় মানুষ এবং পর্যটক। জীবনের চরম ঝুকি নিয়েই। একটু অসতর্ক হলেই চুড়ান্ত দুর্ঘটনার কবলে পড়তে পারেন তারা। পারাপার করতে চরম সময় লাগায় প্রচণ্ডভাবে সমস্যায় পর্যটকেরা। এখনো অনেক পর্যটক আটকে আছেন সিকিমে। অনেকে ব্যক্তিগত কাজে আসলেও ফিরে যেতে পারছেন না কাজের জন্য। এর মধ্যে ফিরে গিয়েছেন বহু পর্যটক।অনেকেই বেশী টাকা খরচ করে ফিরে গেছেন বলে খবর।
মূলত সবচাইতে বেশী অসুবিধায় পড়েছেন বয়ষ্করা এবং শিশুরা। খাবার না পাবার কারনে অনেকেই অসুবিধার মধ্যে পড়ে গেছেন। যদিও সেনাবাহিনীর তরফ থেকে লক্ষ রাখা হচ্ছে যাতে কোন পর্যটকেরই অসুবিধা র মধ্যে পড়তে না হয়। সিকিমের এই বিপর্যয়ের পরে কেটে গেছে এক সপ্তাহ।এখনো অবস্থা ভালো হয় নি। কবে ঠিক হবে তাও জানি না আমরা জানিয়ে দিলেন এক পর্যটক। আমাদের ফিরতে হবে ঠিক এতটুকুই জানি আমরা বলে জানালেন তারা। পূজোর আগে এই বিপর্যয়ে একেবারেই মন ভেঙে গেছে সিকিমের পর্যটন ব্যাবসায়ীদের। তারা জানিয়েছেন অনেক আশা নিয়ে চলছিলাম আমরা কিন্তুু সবকিছু শেষ হয়ে গেল।