কেন্দ্র-দিল্লি সরকারের টানাপোড়েন অক্সিজেন নিয়ে , ক্ষুব্ধ আইনক্স
বেস্ট কলকাতা নিউজ : তারা দেশের ৮০০ টি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করছে৷ অথচ শুধুমাত্র দিল্লি অভিযোগ করছে এ নিয়ে ৷ অক্সিজেন সরবরাহকারী সংস্থা আইনক্স দিল্লি হাইকোর্টে এমনই দাবি করল৷ তাদের দাবি, এমন ঘটনা ঘটেছে দিল্লির জন্য বরাদ্দ অক্সিজেনের পরিমাণ কমানোর জেরেই৷ দিল্লির জন্য বরাদ্দ অক্সিজেন কাটছাঁট করে তা রাজস্থান ও উত্তরপ্রদেশে পাঠানো হয়েছে৷ আইনক্সের তরফে জানানো হয়েছে, আগে যেখানে ১০৫ মেট্রিক টন অক্সিজেন বরাদ্দ ছিল দিল্লির জন্য ,পরে তা কমিয়ে ৮০ মেট্রিক টন করা হয়৷
এই ব্যাপারে আদালতে আইনক্সের আইনজীবী জানান, তাঁদের ৮০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে যেতে বলা হয় পানিপথের একটি সংস্থার কাছ থেকে৷ এক্ষেত্রে আইনক্সের আইনজীবীর প্রশ্ন, এটা কি তাঁদের কাজ ? তাঁরা অক্সিজেন উৎপাদন ও সরবরাহ করেন ঠিকই, কিন্তু তা বলে তাঁরা কেন নেবেন অন্য একটি সংস্থার কাছ থেকে অক্সিজেন এনে তা সরবরাহের দায়িত্ব? এর পাশাপাশি, দিল্লিতে অক্সিজেন সরবরাহ নিয়ে কেন্দ্রের সঙ্গে কেজরিওয়াল সরকারের যে টানাপোড়েন, আইনক্স কর্তৃপক্ষ তা নিয়েও ক্ষুব্ধ৷ তাদের অভিযোগ, পরস্পরবিরোধী এই বিষয়ে কেন্দ্র ও দিল্লি সরকারের নির্দেশ৷ যার মধ্যে সমতা রাখতে গিয়ে আইনক্সকেই কার্যত নাকানিচোবানি খেতে হয়৷