কেন খারাপ সবজি রাখা হচ্ছে সুফল বাংলার স্টলে, কর্মীদের জোর ধমক মহকুমা শাসকের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

জলপাইগুড়ি : বাজারের তুলনায় কেজি প্রতি দাম বেশি পেঁয়াজের সকাল থেকে আলুর দেখা মেলেনি। ছড়িয়েছিটিয়ে পড়ে রয়েছে নিম্নমানের সবজি। এমনই এক ছবি দেখা গেল জলপাইগুড়ি শহরের পোস্ট অফিস মোড়ের সুফল বাংলার আউটলেটে। অভিযোগ পেয়ে এদিন দুপুরে আচমকাই সুফল বাংলার আউটলেটে হাজির হন সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। কেন আলু নেই? পচা এবং নিম্নমানের সবজি কেন রাখা হচ্ছে তা নিয়ে রীতিমতো ধমক দেন সুফল বাংলার পরিচালনার দায়িত্বে থাকা কর্মীদের। শুধু তাই নয়, সুফল বাংলার মোবাইল ভ্যান শহরের বিভিন্ন বাজারে যায়নি বলেও অভিযোগ রয়েছে। সদর মহকুমা শাসক বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে মানুষ যাতে সুফল বাংলার স্টল থেকে সঠিক দামে সবজি এবং আলু পান। সেইমতো প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। সুফল বাংলার স্টলে যাতে পর্যাপ্ত পরিমাণে আলু এবং ভালো মানের সবজি রাখা থাকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। বাজার থেকে যাতে কোনও অবস্থাতেই দাম বেশি নেওয়া না হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে।’

এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারে পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা। সেই জায়গায় সুফল বাংলায় কেজি প্রতি পেঁয়াজের দাম নেওয়ার কথা কেজি প্রতি ৬৩ টাকা। অথচ ক্রেতাদের অভিযোগ, সুফল বাংলার স্টলে পেঁয়াজ কেজি প্রতি ৭৩ টাকা নেওয়া হচ্ছে। কী কারণে বাজার থেকে দাম বেশি তাঁর কোনও সঠিক উত্তর কর্তৃপক্ষ দিতে পারেনি। প্রতিদিনই পাইকারি বাজারে পেঁয়াজের দাম ওঠানামা করছে। সেক্ষেত্রে এদিন কিছুটা বেশি দরে পেঁয়াজ কিনতে হয়েছে সুফল বাংলাকে। যে পেঁয়াজ মঙ্গলবার থেকে ৭৩ টাকা কেজি দরে বিক্রি করার কথা তা এদিনই বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। মহাকুমা শাসক নির্দেশ দেন অবিলম্বে পচা এবং খারাপ জিনিস সরিয়ে ফেলতে হবে। ভালো জিনিস রাখুন, অন্যথায় ব্যবস্থা করা হবে। ভালো জিনিস দেওয়া আপনাদের নৈতিক দায়িত্ব। সেটা পালন করুন, জানালেন মহকুমা শাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *