কেশপুরের ঝেতলায় পথশ্রী-৪ প্রকল্পের অধীনে শুরু হল রাস্তা সংস্কারের কাজ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কেশপুর ব্লকের ঝেতলা পঞ্চায়েতে পথশ্রী-৪ প্রকল্পে রাস্তা সংস্কার শুরু হল। সোমবার এই কাজের সূচনায় জেলা পরিষদের দলনেতা মহম্মদ রফিক, কেশপুর ব্লক তৃণমূলের সভাপতি প্রদ্যুৎ পাঁজা প্রমুখ উপস্থিত ছিলেন। এই এলাকায় দেড় কিমি রাস্তা সংস্কার হবে। প্রায় ৭৩লক্ষ টাকায় ডব্লুবিএসআরডিএ এই কাজ করবে।জেলা পরিষদের দলনেতা মহম্মদ রফিক বলেন, এক সময় গুলি-বোমার শব্দে কেশপুরের মানুষের ঘুম ভাঙত। সেই সময় পাকা রাস্তা পাওয়া মানুষের স্বপ্ন ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছেন। কেশপুর ব্লকে প্রচুর রাস্তা সংস্কার হচ্ছে। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জেলা প্রশাসন জোর দিচ্ছে। পথশ্রী প্রকল্পের আওতায় ইতিমধ্যে জেলার বিভিন্ন গ্রামে রাস্তা সংস্কার শুরু হয়েছে।

প্রশাসন জানিয়েছে, এই প্রকল্পের চতুর্থ পর্যায়ে জেলাজুড়ে ৬৫৯টি রাস্তা সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য প্রায় ৪৭৪কোটি টাকা খরচ ধরা হয়েছে। শুধুমাত্র কেশপুর ব্লকেই পথশ্রী–৪ প্রকল্পের আওতায় ৬৫টি রাস্তা সংস্কার করা হবে। যার জন্য প্রায় ৪৫কোটি টাকা খরচ ধরা হয়েছে। ব্লক তৃণমূলের সভাপতি প্রদ্যুৎ পাঁজা বলেন, কেশপুরজুড়ে ঢালাও উন্নয়ন হচ্ছে। মানুষ উন্নয়নের পাশেই থাকবে। স্থানীয় বাসিন্দা মনি সিংহ বলেন, রাস্তা সংস্কার হলে খুব সুবিধা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *