ক্যাম্পাসে কোরোনা সংক্রমণ ! যাদবপুর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে আগামী ৬ দিন
বেস্ট কলকাতা নিউজ : প্রায় প্রতিদিনই কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে এ রাজ্যে।এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়েও থাবা বসালো কোরোনা ভাইরাস। COVID-19 পজ়িটিভ হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেকশনের এক কর্মচারী। একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু।
এক বিজ্ঞপ্তিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু আরও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেকশনের এক কর্মচারী নভেল কোরোনা ভাইরাসে আক্রান্ত । অবিলম্বে কলকাতা কর্পোরেশনের তরফে অরবিন্দ ভবন জীবানুমুক্ত করা হবে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারীর সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। এই কাজের জন্য জরুরি পরিষেবা ছাড়া সব বিভাগ, সেকশন ও ইউনিট বন্ধ থাকবে আগামী ১২ জুলাই পর্যন্ত।