ইস্ট-ওয়েস্ট মেট্রো যাত্রী নিয়ে যাত্রা শুরু করবে চলতি বছরের আগস্ট মাসেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আর কিছুদিন এর অপেক্ষা , আর তার পরেই ইস্ট-ওয়েস্ট মেট্রো যাত্রী নিয়ে যাত্রা শুরু করবে৷ প্রথম পর্যায় সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চলবে এই মেট্রো৷ এই রুটে ন্যূনতম ৫ টাকা ভাড়া ধার্য করা হয়েছে ৷মঙ্গলবার এক প্রস্থ্য হয়ে গেল এই মেট্রো রুটের চুড়ান্ত পর্যায়ের ট্রায়াল রান৷ সেখানে উপস্থিল ছিলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি৷ এখন শুধু কমিশনার অফ রেলওয়ে সেফটির চুড়ান্ত ছাড়পত্র পাওয়ার অপেক্ষা৷ তবে সূত্রের খবর তা অগস্টের মধ্যেই পাওয়া যাবে বলে ৷ নিয়ম অনুযায়ী আগেই ১০০০ কিলোমিটার ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কিছুদিনের মধ্যেই যাত্রী নিয়ে প্রথম পর্যায়ের পরিষেবা চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর৷

দমকলের ছাড়পত্র নিয়ে দমকল মন্ত্রী সুজিত বসু জানান, এই বিষয় কেএমআরসিএল-এর সঙ্গে কথা হয়েছে। ছাড়পত্র আপাতত দেওয়া হবে৷ সেক্ষেত্রে আগামী এক বছরের মধ্যে প্রয়োজনীয় ফায়ার এস্কেপ তৈরি করে দিতে হবে৷ যদিও দমকলের ছাড়পত্র দেওয়া হয়েছে ৬টি স্টেশনের মধ্যে চারটি স্টেশনকে৷ মাত্র দু’টো স্টেশনের ক্ষেত্রে ওই শর্তের কথা বলা হয়েছে৷

প্রথম পর্যায়ে সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো৷ এই মেট্রো পথে রয়েছে ৬টি স্টেশন৷ এগুলো হল সেক্টর ফাইভ,করুনাময়ী,সেন্ট্রাল পার্ক,সিটি সেন্টার,বেঙ্গল কেমিক্যাল ও সল্টলেক স্টেডিয়াম৷মেট্রোয় উঠলেই ন্যূনতম ৫ টাকা ভাড়া দিতে হবে ৷ এছাড়া ২-৫ কিলোমিটারের জন্য ১০ টাকা, ৫-১০ কিলোমিটারে ২০টাকা এবং ২০ কিলোমিটারের বেশি হলে ৩০ টাকা ভাড়া দিতে হবে নিত্য যাত্রীদের। এখন দেখার বিষয় কমিশনার অফ রেলওয়ে সেফটি কত তাড়াতাড়ি ছাড়পত্র দেয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *