ক্রীড়াপ্রেমী সংগঠনের সাথে বৈঠক সারলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়ি প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী শিলিগুড়ির বিভিন্ন ক্লাব, ক্রীড়া সংগঠন ও শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ কর্তৃপক্ষের সাথে বৈঠক করলেন শিলিগুড়ি পুর নিগম এর অফিস ঘরে। এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের অন্যান্য কর্তা এবং প্রাক্তন খেলোয়ারেরা। এদিন মেয়র জানান আমাদের দরকার আরেকটি বড় মাঠ সেটার জন্য আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছি। যাতে শিলিগুড়িতে একটি আন্তর্জাতিক মানের ষ্টেডিয়াম তৈরী করতে পারা যায় যেটা আমাদের ক্রিকেট মাঠের পক্ষে সহায়ক হয়ে উঠবে। শিলিগুড়ির মতন জায়গায় যদি একটি আন্তর্জাতিক ষ্টেডিয়াম তৈরী করা হয় তবে আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। আমি মনে করি শিলিগুড়ির মানুষ ক্রীড়াপ্রিয় মানুষ তাদের কাছে ষ্টেডিয়াম করা একটা উপহারের মতন। তাই আমি চিন্তা করছি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব যাতে একটা ষ্টেডিয়াম তৈরী করা যায়। এতে শিলিগুড়ির বানিজ্যিক খ্যাতি অনেকটাই বেড়ে যাবে। এখানে দরকার বড় খেলার আয়োজন করা। যেটা সবার পক্ষেই ভালো বলে জানালেন মেয়র গৌতম দেব।