ক্ষতিপূরণ আদায় করতে হবে সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে, প্রশাসনকে কড়া হতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের প্রসঙ্গে নবান্ন থেকে যাবতীয় আয়োজন নিয়ে বলতে গিয়ে প্রশাসনকে আরও কড়া হতে বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি এদিন প্রথমে রেলওয়ে স্টেশন ও তার বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার কথা বলছিলেন তিনি।সেই সময়েই তিনি রাজীব কুমারকে বলেন, রাজ্য সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্টের যে আইন করেছে, তা আরও কড়া হাতে বাস্তবায়ন করতে হবে।তিনি বলেন, আইন হওয়ার পরেও সরকারি সম্পত্তি নষ্ট হওয়ার ঘটনায় অভিযুক্তদের এই আইনে অভিযুক্ত কড়া হচ্ছে না। আইন হওয়ার পরেও কেন সেটি পড়ে থাকবে? আইনকে আরও কড়া হাতে বাস্তবায়ন করতে হবে।

উল্লেখ্য, মমতা ব্যানার্জি এইদিনই নেতাজি ইন্ডোর থেকে মুর্শিদাবাদে সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করার বিষয় নিয়ে আলোচনা তোলেন। তিনি বলেন, কীভাবে পুলিশের গাড়ি-সহ অনেক সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে। সেগুলো নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। সেই আলোচনার পরে নবান্ন থেকে এই বার্তা দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *