জম্মু-কাশ্মীর ফের উত্তপ্ত, ৩ জঙ্গি খতম হল সেনার গুলিতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : উপত্যকায় জঙ্গি দমনে ফের বড় সাফল্য পেল ভারতীয় সেনা বাহিনী । তিন জঙ্গি খতম হল শ্রীনগরের পান্থচক এলাকায় নিরাপত্তাবাহিনীর গুলিতে। পালটা জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন ১ সিআরপিএফ জওয়ান ও ৩ পুলিসকর্মী। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে এমনকি ভারতীয় সেনা বাহিনী। বুধবার অনন্তনাগ ও কুলগামে দুটি পৃথক এনকাউন্টারে নিহত হয় ২ পাকিস্তানি সহ ৬ জঙ্গি।

বৃহস্পতিবার গভীর রাতে কাশ্মীর পুলিস এবং সেনার যৌথ বাহিনী পান্থচক এলাকায় অভিযান শুরু করে। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেন জওয়ানেরা। এদিকে পরিস্থিতি বেগতিক দেখে জঙ্গিরা জওয়ানদের লক্ষ করে গুলি ছোড়ে। পাল্টা জবাব দিতে শুরু করে বাহিনী। শুরু হয়ে যায় গুলির লড়াই। আর তাতেই ঘায়েল হয় তিন জঙ্গি। জম্মু-কাশ্মীর পুলিস সূত্রে খবর, এখনও শেষ হয়নি অভিযান । এলাকায় আরও জঙ্গি রয়েছে কি না তা খতিয়ে দেখতে জারি রয়েছে তল্লাশি। জম্মু কাশ্মীর পুলিস সূত্রে খবর, সংঘর্ষস্থল থেকে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। মৃত জঙ্গিরা জইশ-এ-মহম্মদ গোষ্ঠীর সদস্য। মৃতদের মধ্যে একজনকে শনাক্ত করা গিয়েছে। তার নাম সোহেল আহমেদ রাঠের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *