খাস কলকাতায় নগদ ৫৪ লাখ টাকা উদ্ধার হল ভোটের মুখে, তদন্ত শুরু করলো পুলিশ
বেস্ট কলকাতা নিউজ : ভোটের মুখে শহর কলকাতায় উদ্ধার বান্ডিল বান্ডিল নোট। পোস্তা ও বউবাজার দুই জায়গাতে অভিযান চালিয়ে নগদে প্রায় ৫৪ লাখ টাকা উদ্ধার করেছে কলকাতা পুলিশের এআরএস। প্রথমে গত রাতে পোস্তা থানা এলাকা থেকে দু’জন ব্যক্তিকে আটক করে কলকাতা পুলিশ। ওই দু’জন ব্যক্তির থেকে নগদে যথাক্রমে ১০ লাখ ও ১৪ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। এর পাশাপাশি বউবাজার থানা এলাকা থেকেও এক ব্যক্তির থেকে উদ্ধার হয়েছে নগদে প্রায় ৩০ লাখ টাকা। সব মিলিয়ে তিন জনের থেকে মোট ৫৪ লাখ টাকা উদ্ধার হয়েছে।
ভোটের মুখে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার ঘিরে বেশ শোরগোল পড়ে গিয়েছে। এই বিপুল পরিমাণ নগদ অর্থ কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সব বিষয়েও তিনজনের কেউ কোনও সদুত্তর দিতে পারেনি। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে সন্তোষজনক উত্তর না মেলায় তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। যে বান্ডিল বান্ডিল নোট পুলিশ উদ্ধার করেছে, তার মধ্যে বেশিরভাগই ৫০০ টাকার নোট। এছাড়া কিছু পরিমাণে ২০০ টাকার নোট ও ১০০ টাকার নোটের বান্ডিলও উদ্ধার হয়েছে।