গন্ডার দত্তক নিলেন বাইচুং ভুটিয়া, এমনকি দিলেন পশুপ্রেমের বার্তাও!
বেস্ট কলকাতা নিউজ : ভারতের প্রাক্তন জাতীয় ফুটবল দলের অধিনায়ক বাইচুং ভুটিয়া গন্ডার দত্তক নিলেন পশুপ্রেমের বার্তা দিয়ে । এই ফুটবল তারকা দত্তক নেন উত্তরবঙ্গের শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের একটি গন্ডারকে । সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, বাইচুং ভুটিয়া এক বছরের জন্যে গন্ডারটি দত্তক নিয়েছেন এক লক্ষ টাকার বিনিময়ে। দত্তক নেওয়া গন্ডারটির নাম ভীম। এদিন সপরিবারে সাফারি পার্কে আসেন বাইচুং। সেখানেই দত্তক নেওয়ার একটি শংসাপত্র তাঁদের হাতে তুলে দেওয়া হয় পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে। প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময়ে পশু, পাখি দত্তক নিয়েছেন চিকিৎসক, কেন্দ্রীয় মন্ত্রী, আইপিএস আধিকারিক, সাংবাদিক। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, এই মুহুর্তে সব মিলিয়ে সাফারি পার্কের মোট ৮৬টি প্রাণীকে দত্তক দেওয়া হয়েছে।