ঘড়ির অর্ডার করতে গিয়ে চুরির কিনারা করলো ১ মহিলা পুলিশ অফিসার
বেস্ট কলকাতা নিউজ : নিজের জন্য ঘড়ি অর্ডার করতে গিয়ে পুরোনো চুরির কিনারা করলেন লেকটাউন থানার এক মহিলা পুলিশ অফিসার। যে ঘড়িটি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার নাম করে এক অ্যাপ বাইক চালক নিয়ে উধাও হয়ে গিয়েছিল। সেটি উদ্ধার করা হয়েছে। লেকটাউন থানায় ডেকে সংস্থার হাতে তা ফিরিয়ে দেওয়া হয়েছে। তাতে খুশি ওই সংস্থাও। ধন্যবাদ জানিয়েছে, লেকটাউন থানাকেও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে একটি ঘড়ির ট্রেন্ড চলছে। সোশ্যাল মিডিয়ায় সেই ঘড়িটি দেখে পছন্দ করেন ওই মহিলা অফিসার। তারপর তিনি অনলাইনে অর্ডারও করেন। অর্ডার দেওয়ার পর তিনি আউটলেটকে একই দিনে ডেলিভারি করার অনুরোধ করেন। অ্যাপ বাইকের মাধ্যমে তা সম্ভব ছিল। কিন্তু, আউটলেট তা আপত্তি করে। কেন? সংস্থা থেকে অফিসারকে জানানো হয়, এতে ঝুঁকি রয়েছে। তাই পাঠানো মুশকিল। ওই মহিলা অফিসার ঝুঁকির কথা জানতে চান।

তখনই তাঁকে জানানো হয়, গত আগস্ট মাসে একজন গ্রাহকের জন্য অ্যাপ বাইক চালকের হাত দিয়ে পাঠানো হয়েছিল। সেই চালক রাইড বাতিল করে ঘড়িটি নিয়ে চম্পট দেয়। তারপর তাকে আর পাওয়া যায়নি। এ কথা শুনে মহিলা অফিসার বিভিন্ন তথ্য যাচায়ের মাধ্যমে জানতে পারেন কলকাতার বউবাজার থেকে ওই ডেলিভারি পাঠানো হয়েছিল। রাইডের তথ্য অনুসন্ধান শুরু করেন। তারপর চুরির ঘড়িটি উদ্ধার করেন তিনি। তারপর সেই ঘড়ি সংস্থাকে ফিরিয়ে দেওয়া হয়।

