চরম লজ্জাজনক ঘটনা ,মারামারিতে জড়ালো রায়গঞ্জের দুই শিক্ষক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

রায়গঞ্জ : এবারে দুই শিক্ষক লজ্জাজনক কাণ্ড করলেন স্কুলের মধ্য। রায়গঞ্জের একটি মাধ্যমিক স্তরের স্কুলে দুই শিক্ষক নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ে। অবস্থা এমন জায়গায় পৌঁছায় যে এদিন দুজনকে ছাড়াতে অন্যান্য শিক্ষকদের সামাল দিতে হয়। শিক্ষক কৌশিক চক্রবর্তী অন্য এক শিক্ষক সৌমেন রায়কে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করেন , এবং পরে মারতে শুরু করেন। অবস্থা এমন জায়গা পৌঁছায় কৌশিক চক্রবর্তী সৌমেন রায়কে মাটিতে ফেলে মারতে আরম্ভ করেন। আহত অবস্থায় সৌমেন রায়কে রায়গঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সৌমেন রায় জানান কয়েকদিন ধরেই কৌশিক চক্রবর্তীর সাথে তার সংঘাত হয়েছিল। অবস্থা চরম পর্যায়ে পৌঁছায়, সেদিন স্কুলে ছিল গুরুত্বপূর্ণ বৈঠকে। বৈঠক চলাকালীন কৌশিক চক্রবর্তী শিক্ষক সৌমেন রায়ের গায়ে হাত তোলেন। পরে শুরু হয়ে যায় মারামারি। অন্যরা নিষেধ করলেও শোনেননি কৌশিক চক্রবর্তী। অবশ্যই এই নিয়ে স্কুল কর্তৃপক্ষ কোন কথা বলতে চাননি। গোটা ঘটনায় অবাক হয়ে গেছে স্কুলের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকেরাও। তারা জানিয়েছেন যেখানে এইভাবে দুই শিক্ষক এত জঘন্য নিন্দনীয় কাজ করলেন, সেখানে ছাত্রছাত্রীরা কি শিখবে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *