চরম হুলুস্থূল কান্ড নির্বাচনের আগেই ! ৪২ কোটির মদ সহ বিপুল টাকা মূল্যের উপহার উদ্ধার হল নীতিশ কুমারের এলকোহল মুক্ত বিহারে
বেস্ট কলকাতা নিউজ : বিহারে মদ বিক্রি থেকে পান করা নিষিদ্ধ। নীতীশ কুমারের এই সিদ্ধান্ত কার্যকর হয় মূলত ২০১৬ সাল থেকেই। অথচ সেই এলকোহল মুক্ত বিহারেই বিধানসভা নির্বাচন পর্বে হদিশ মিলল ৯.৬ লক্ষ লিটার বেআইনি মদের। এমনকি যা ধরা পড়ে নির্বাচন কমিশনের জালে। যার আর্থিক মূল্য ৪২ কোটি ১৪ লক্ষ টাকা। কীভাবে এবং কাদের মাধ্যমে নিষিদ্ধ থাকার পরেও বিহারে বেআইনি মদএল , প্রশ্ন উঠেছে তা নিয়েও। সাধারণ ভোটারদের মন জয় করতেই এই বেআইনি মদ বিহারে বাইরের কোনও রাজ্য থেকে এসেছে বলেই মনে করছে কমিশন। শুধুই কি মদ? নির্বাচন পর্বে কমিশন বাজেয়াপ্ত করেছে ২৪ কোটি ৬১ লক্ষ টাকা অর্থমূল্যের বেআইনি ড্রাগও। এছাড়াও রয়েছে ৯ কোটি ৬২ লক্ষ হিসেব বহির্ভূত অর্থ। ৫ কোটি ৮ লক্ষ টাকার সোনারুপো মতো ধাতু। এছাড়া আরও কিছু বেআইনি উপহার, সব মিলিয়ে মোট ১০৮ কোটি ১৯ লক্ষ টাকা অর্থমূল্যের সামগ্রী বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন।


