বাইরন বিশ্বাস ঢুকতে পারবে না সাগরদিঘিতে , হুঁশিয়ারি দিলেন বাম নেতা মহম্মদ সেলিম

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বিধায়ক বাইরন বিশ্বাস আর সাগরদিঘিতে ঢুকতে পারবে না। এমনই জানালেন সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর কটাক্ষ, এবার চোর চোর করে বাইরনকে তাড়া করবে এলাকাবাসী।তিনমাস আগে মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে জয়ী হন বাইরন বিশ্বাস। সোমবার তিনি তৃণমূলে যাওয়ার পর সিপিআইএম রাজ্য সম্পাদক সেলিম বলেন, সাগরদিঘির মানুষ দেখিয়েছেন বিজেপি ও তৃণমূলকে হারানো যায়। এসব লোকেরা সাগরদিঘিতে ঢুকতে পারবে না।

সাগরদিঘির উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট কোনও মডেল নয়। সাগরদিঘি মডেল বলে কিছু নেই বলেছেন সেলিম।সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস বলেছেন, আমি বরাবরই তৃণমূল। বাইরন বিশ্বাসের দলত্যাগের জেরে সাগরদিঘি প্রবল সরগরম। কংগ্রেস সমর্থকরা বাইরনের ছবি পুড়িয়ে ক্রমাগত হুমকি দিচ্ছেন।বিধায়ক বাইরন বিশ্বাসের দলত্যাগের পর বিধানসভায় কংগ্রেস ফের শূন্য। দলীয় বিধায়ককে ভাঙিয়ে নেওয়ার পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হঁশিয়ারি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেছেন, এক মাঘে শীত যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *