চার শ্রমিকের মৃত্যু হল হাওড়ার ঘুসুড়িতে গোডাউনের ছাদ ভেঙে
বেস্ট কলকাতা নিউজ : হাওড়ার ঘুসুড়িতে ছাদ ভেঙে মৃত্যু হল চার জনের। ঘুসুড়ির জে এন মুখার্জি রোডের একটি পুরানো ছাট কাপড়ের গোডাউনের সিলিং ভেঙে চারজন শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে রয়েছে হাওড়া সিটি পুলিশ কমিশনারের পদস্থ কর্তারা। উদ্ধারকার্য চালাচ্ছেন দমকলকর্মী, বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। পুলিশ জানিয়েছে, মৃত চার জন হলেন মুকেশ রাম, ভোলা যাদব, পিন্টু রাম এবং রাজু মাহাতো।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে সজোরে কিছু একটা পড়ার শব্দ শুনতে পান তাঁরা। প্রথমে তাঁরা ভেবেছিলেন কিছু বিস্ফোরণ হয়েছে। শব্দে উৎস সন্ধানে তাঁরা বেরিয়ে এসে দেখেন, গোডাউনের ছাদ ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে রয়েছে ভেবে তাঁরা প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন।
খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছন হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন। ধ্বংসস্তূপের ভিতর থেকে গোঙানির শব্দ ভেসে আসছিল। প্রথমে এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। চাঙরের নীচে তখনও চাপা পড়ে ছিলেন তিন জন। চার জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দারা জানান, গোডাউনটি দীর্ঘদিনের পুরনো। টানা বৃষ্টিতে ছাদ কোনও ভাবে আরও দুর্বল হয়ে পড়ে। তাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।