দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হাবড়ায় , কলেজছাত্রী দিশাহারা বই-খাতা খুইয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দ্বিতীয়বর্ষের এক ছাত্রীর বই-খাতা পুড়ে ছাই হয়ে গেল ভোররাতে পাশের বাড়িতে লাগা আগুনে। সমানে দ্বিতীয়বর্ষের পরীক্ষা, বইপত্র ছাড়া কীভাবে পরীক্ষা দেবেন? তা বুঝতে পারছেননা ওই ছাত্রী। সেই সঙ্গে এমনকি ওই আগুনে পুড়ে ছাই তাঁর দাদার জমানো ৭০ হাজার টাকাও। হাবড়ার দুই পরিবার এখন কার্যত দিশাহারা সমস্ত কিছু হারিয়ে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাবড়ার-১ নম্বর ওয়ার্ডের আয়রা এলাকায়। স্থানীয়রা আরও জানিয়েছেন, বুধবার গভীর রাতে আগুন লাগে শিবু ভট্টাচার্য নামে এক ব্যক্তির বাড়িতে। ৮৩ বছরের ওই বৃদ্ধ যজমানি করে জীবিকা নির্বাহ করে। ওই বৃদ্ধ থাকেন স্ত্রী ও দুই নাতি নিয়ে। হঠাত্‍ এদিন তাঁর বাড়িতে আগুন লাগায় পুড়ে ছাই হয়ে যায় বাড়ির সমস্ত আসবাব পত্র। ওই আগুনের গ্রাসে চলে যায় প্রয়োজনীয় কাগজ পত্র এমনকী বাড়িতে রাখা নগদ ৫০ হাজার টাকাও।অবশেষে তাঁরা প্রাণে বাঁচেন কোনও ক্রমে পালিয়ে।

স্থানীয়রা আরও জানান, আগুন আরও ভয়ংকর আকার নেয় শিবু ভট্টাচার্যের বাড়ির সিলিন্ডার ফেটেই। সেই আগুন ছড়িয়ে পড়ে এমনকি পাশের বাড়িতেও। ওই বাড়িতেই থাকেন সঞ্জয় দে। যিনি পেশায় ভ্যান চালক। সঞ্জয়ের ছেলে মৃত্যুঞ্জয় কাজ করেন ক্যাটারিং ও মোবাইল সারাইয়ের। দ্বিতীয়বর্ষের ছাত্রী মেয়ে সহেলি।ইতিহাস নিয়ে আনর্স পড়ছেন শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ে। এদিন আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় সহেলির সমস্ত বইখাতা, এমনকী কলেজের বহু গুরুত্ত্ব পূর্ণ নথিও। সঙ্গে ঝলসে যায় দাদা মৃত্যুঞ্জয়ের জমানো ৭০ হাজার টাকাও। দুই পরিবারের অবশিষ্ট বলতে রয়েছে পরনের পোশাকটুকুই।তাঁদের দিন কাটাতে হচ্ছে একরকম খোলা আকাশের নীচেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *