ছক কষেছিল বড় এক নাশকতার ,অবশেষে আইএসআই এজেন্ট গ্রেপ্তার হল দিল্লির হোটেল থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নেপালি বংশোদ্ভূত আনসারুল মিয়া আনসারি। আইএসআই এজেন্ট। পাকিস্তানের গুপ্তচরবৃত্তির সন্দেহে গ্রেপ্তার দিল্লি থেকে। সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, পহেলগাঁওয়ের আগেই, দেশে বড় নাশকতার ছক কষেছিল আইএসআই। তারই দায়িত্ব দেওয়া হয়েছিল আনসারুলকে। সূত্রের খবর, পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে ঢুকেছিল সে। ফের পাকিস্তানে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল। তবে তার আগেই গ্রেপ্তার হল দিল্লির হোটেল থেকে।

উল্লেখ্য, জানুয়ারি ২০২৫ থেকেই গোপন অভিযান চালাচ্ছিল দিল্লি পুলিশ। দিল্লির একটি হোটেল থেকেই এদিন গ্রেপ্তার করা হয় আনসারুলকে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, আনসারুল আগে কাতারে ক্যাব চালাত। সেখানেই দেখা হয় আইএসআই-এর একজনের সঙ্গে। পরে আনসারুলকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে বেশ কয়েকদিন ধরে আইএসআইয়ের শীর্ষ কর্মকর্তারা প্রশিক্ষণ দিয়েছিল। তারপরেই নেপাল হয়ে দিল্লিতে পাঠানো হয়।

এদিকে পাকিস্তানের গুপ্তচরবৃত্তি সন্দেহে গত সপ্তাহেই গ্রেপ্তার হয়েছেন হরিয়ানার জ্যোতি মালহোত্রা। গুপ্তচরবৃত্তির অভিযোগে তদন্ত চালাচ্ছে এনআইএ ও আইবি। তদন্তকারীরা জানিয়েছেন, জ্যোতির চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে। সূত্রের খবর, জেরায় জ্যোতি স্বীকার করেছেন, পাকিস্তানের আইএসআই এজেন্টদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। দেশ-বিরোধী তথ্য তিনি পাচার করেছিলেন। হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ রাখতেন তিনি।

x

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *