ছাত্রছাত্রীদের বেধরক মার মাটিতে ফেলে , ব্যাপক রক্ত ঝরল নবদ্বীপ কলেজে
বেস্ট কলকাতা নিউজ : ফের ব্যাপক উত্তেজনা ছড়ালো নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে। আহত হয়েছে এবিভিপি ছাত্র সংগঠনের এক ছাত্র ও তিন ছাত্রী। মঙ্গলবার সকালে এবিভিপি ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে শুরু হয় ব্যাপক সংঘর্ষ । তীব্র উত্তেজনা ছড়ায় এমনকি কলেজ চত্বরে এই ঘটনায়। ঘটনায় আক্রান্তদের গুরুতর আহত অবস্থায় প্রথমে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে শক্তি নগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার নিন্দা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিকে ঘটনার পর এবিভিপি-র নদিয়া উত্তরের সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় যে, তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আচমকাই পূর্ব পরিকল্পিত ভবে হামলা করা হয়। তাতেই গুরুতর আহত হন ছাত্র-ছাত্রীরা। ওই ছাত্র সংগঠনের সদস্য শুভ সাহা এও বলেন, “এলোপাথাড়ি মারধর করা হয়েছে। এমনকি ওদের মাটিতে ফেলেও মারা হয়েছে। কলেদের ভিতরে এই ধরনের যে সব ঘটনা ঘটছে,কলেজের অধ্যক্ষকেই তার দায় নিতে হবে । ওঁর জন্যই এই সব ঝামেলা হচ্ছে।” তাঁর দাবি, অধ্যক্ষ মুখে সম্পূর্ণ কুলুপ এঁটে থাকছেন কোনও ঘটনা ঘটলেই ।