জম্মু ও কাশ্মীরে ভয়াবহ পাহাড়ি সড়ক দুর্ঘটনায় শহিদ হল ১০ জন ভারতীয় সেনা
নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার খন্নি টপ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০ জন ভারতীয় সেনা জওয়ান। জানা গেছে বৃহস্পতিবার ভাদেরওয়াহ–চাম্বা সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। খারাপ আবহাওয়া ও দুর্গম পাহাড়ি পথে দায়িত্ব পালনের উদ্দেশ্যে ১৭ জন সেনা জওয়ান একটি সামরিক গাড়িতে যাচ্ছিলেন।দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয় এবং ৭ জন গুরুতরভাবে আহতও হন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দ্রুত এয়ারলিফট করে উদমপুরের একটি হাসপাতালে পাঠানো হয়। বাকিদের উদ্ধার করতে খাড়া পাহাড়ি ঢাল ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেই উদ্ধারকাজ চালাতে হয়।এদিকে এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। তাঁরা নিহত জওয়ানদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা ব্যবস্থার নির্দেশ দেন। দেশ শ্রদ্ধার সঙ্গে এই শহিদ সেনাদের স্মরণ করে।


