জলপাইগুড়ির রায়কোত পাড়াতে এক বিরল ঘটনা, এক বৃদ্ধাশ্রমের অনুষ্ঠানে ঠাকুমাকে খুঁজে পেল নাতনি
জলপাইগুড়ি : ঠাকুমাও কাদছে তার নাতনিও কাঁদছে। জলপাইগুড়ি জেলার রায়কোত পাড়াতে বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে একটি অনুষ্ঠানে নাতনির সাথে দেখা হয়ে গেল তার ঠাকুমার। আর দুজনকে দেখে চিনতে তেরে দুজনেই কেঁদে ফেললেন। নাতনি হাপুস নয়নে কেঁদে ভাসালেন। ঠাকুমার চোখের জল বাধ মারলো না। নাতনি বাবাকে ফোন করে ঠাকুমাকে নিজের সাথে নিয়ে যেতে বাধ্য করলেন বৃদ্ধাশ্রমের সমস্ত নিয়মকানুন মেনে।
জানা গেছে প্রচন্ডভাবে অশান্তির কারণে ছেলে বাধ্য হয়েই তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে যেতে বাধ্য হয়েছিল। স্ত্রী বাধা দেননি। দুজনের মধ্যে ঝামেলাও হয়েছিল। শেষে ভুলে গিয়েছিলে। অবশেষে আর দেখা হয়ে গেল , নাতনি এবং ঠাকুমার । সবাই আনন্দে কেঁদে ফেললেন, যাওয়ার সময় নাতনি তার ঠাকুমার বন্ধুদের মানে যারা ছিলেন সবাইকে এক মাসের টাকা দিয়ে গেলেন। সবাই মিলে আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা সবাই একসাথে মিলিত হয়ে থাকতে পারি। জানাবেন ঠাকুরমা। জলপাইগুড়ির আয়কর পাড়াতে এই দৃশ্য দেখে কে যে ভাষাবেন পুলিশ অফিসারেরাও।