জাতীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় সোনা পেল শিলিগুড়ির ছেলে দেবরাজ ভট্টাচার্য
শিলিগুড়ি : শিলিগুড়ির ছেলে দেবরাজ ভট্টাচার্য ইতিহাস সৃষ্টি করলো জাতীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় সোনা পেয়ে। এই প্রথম শিলিগুড়ি থেকে কোন ছেলে বা মেয়ে জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় সোনা পেল। দেবরাজ ফোনে জানায় আমি প্রচন্ড খুশি, আর এর সিংহভাগ কৃতিত্ব আমার বাবা-মায়ের এবং কোচের । আমি যে ঠিকমত প্র্যাকটিস করতে পেরেছি এটাও আমার বাবা মায়ের জন্য।। আজকে আমি প্রচন্ড খুশি, আমি শিলিগুড়ির নাম উজ্জ্বল করেছি, আমি আশা করছি একদিন ভগবানের আশীর্বাদে এবং মানুষের আশীর্বাদ নিয়ে আমি বাংলা তথা দেশের নাম এবং মান উজ্জ্বল করব।
দেবরাজ আরো জানায় ছোটবেলা থেকেই তার টেবিল টেনিসের প্রতি প্রচন্ড ঝোক ছিল, তার টেবিল টেনিসের প্রতি ভালবাসা দেখেই তার বাবা এবং মা তাকে ভর্তি করিয়ে দেন টেবিল টেনিসে। আজকে যে আমি এত বড় হতে পেরেছি তার মূল কৃতিত্ব দাবি করবে আমার বাবা এবং মা,এমনটাই জানান দেবরাজ ভট্টাচার্য। আগামী দিনে আমার স্বপ্ন এবং ইচ্ছে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা এবং ভারতকে পদক জেতানো।